এসএমপির নতুন কমিশনারের সাথে সিলেট উইমেন চেম্বার নেতৃবন্দের সাক্ষাৎ

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার নিশারুল আরিফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বারের নেতৃবৃন্দ।
রবিবার তারা পুলিশ কমিশনারের সাথে সাক্ষাতে মিলিত হন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময় উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণ লতা রায় সিলেটসহ সারাদেশ নারী নির্যাতন, ধর্ষণ, শিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের পুলিশ দক্ষতার সাথে জনগণের নিরাপত্তায় কাজ করছেন। তারপরও নারী উদ্যোক্তাদের নিরাপদে ব্যবসা পরিচালনা, নারী পাচার রোধ, শিশু নির্যাতন, পর্যটন কেন্দ্রগুলোতে নারীদের নিরাপদে ভ্রমণ নিশ্চিতকরণ, মাদক পাচার রোধসহ সিলেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উইমেন চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণ লতা রায়, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম, সদস্য তাসনিম আক্তার, নাসিমা বেগ প্রমুখ।
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More