সিলেট নগরী থেকে উদ্ধার হওয়া অজগর খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত

সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় এক চিকিৎসকের বাসা থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ৪ ফুট।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট রেঞ্জের সিলেট বন বিভাগের খাদিমনগরের জাতীয় উদ্যানে এই অজগর সাপটি অবমুক্ত করেন খাদিমনগর জাতীয় উদ্যোনের কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, সোমবার (০২ নভেম্বর) রাত ৯টার দিকে অজগরটি মিরের ময়দান এলাকার অর্ণব ৭৫ নম্বরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এ.এন.এম ইউসুফ এর বাসার গেটে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পরিবেশ কর্মী আশরাফুল কবির সাপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
অজগর সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, খাদিম নগর বিট কর্মকর্তা মো. সামছুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল্লাহ, পরিবেশ কর্মী আশরাফুল কবির প্রমুখ।
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

কোরআন পরিপূর্ণভাবে না মানলে আল্লাহর শাস্তি অবধারিত : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
কোরআনভিত্তিক সমাজ ব্যব্যস্থা গড়তে হলে কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে নতুবা আল্লাহর শাস্তি অবধারিত বলে মন্তব্যRead More