Main Menu

লামাকাজীথেকে হাটখোলার ২ অস্ত্র ব্যবসায়ী বিদেশী রিভলভারসহ গ্রেফতার

সিলেটের বিশ্বনাথ থানা এলাকা থেকে ১টি বিদেশী রিভলভারসহ ২ জনকে অস্ত্র ব্যবসায়ী সন্দেহে গ্রেফতার করেছে  র‌্যাব-৯।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ থানাধীন লামাকাজী বাজারের টোল অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

সোমবার (২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন–৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন–৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজী পয়েন্টের টোল অফিসের সামন থেকে পেশাদার অস্ত্র ব্যবসায়ী সন্দেহে ২জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১টি বিদেশী রিভলভার উদ্ধার ও জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল খালিক (২২), পিতা– মো. শরকুম আলী ও মো. আজিজ মিয়া (আজির উদ্দিন) (৩০), পিতা– মৃত ওয়াসির মিয়া, উভয়েই  সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন উত্তর হাটখোলা।

জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদেরকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *