ফ্রান্স রাসুল সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাগরিক চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্র্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের নাম যুক্ত করে অস্ত্র হিসাবে স্যামুয়েল ট্রাজেডি হিসাবে ব্যবহার করতে চায়, বিশ্বের মুসলমান তা কখনই মেনে নিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর শানে বিন্দুমাত্র বেয়াদবি বিশ্বময় ২০০ কোটি মানুষের জীবন হরণের সমতুল্য এবং এক-চতুর্থাংশ মানুষের ধর্মীয় অনুভূতিতে এহেন ঘৃন্যতম আঘাত কখনোই দুর্বিত্তের বাকস্বাধীনতার অধিকার হতে পারে না, এ জন্যও ম্যাক্রোকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সহ সভাপতি মাওঃ জিল¬ুর রহমান, আলহাজ্ব হানিফ খদকার, মহানগর সহ- সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি শিহাব উদ্দিন, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য আবু তাহের মিছবাহ, নগর জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুর আহমদ নোমান, নগর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা মোফাজ্জল আহমদ, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ নোমান আহমদ ফাহাদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক মকবুল হোসাইন প্রমুখ।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More