সিলেটে রায়হান হত্যা রিমান্ড শেষে কনস্টেবল টিটু কারাগারে
পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ২য় দফায় রিমান্ডের পর আজ বুধবার দুপুর ১টার দিকে টিটু চন্দ্র দাসকে এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে নেয়া হয়।
এর আগে গত রোববার বিকাল ৩টার দিকে টিটু চন্দ্রকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম। আদালতে টিটু চন্দ্র জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে তাকে আরো ৩ দিনের রিমান্ড দেন আদালত। আদালতে হাজির করে আরও ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়। ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক জিয়াদুর রহমান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেফতার করে পিবিআই। ওই দিনই বিকেল ৩টার দিকে টিটু চন্দ্র দাসকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পিবিআই তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More