Main Menu

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: হাজী সেলিমের গাড়িচালক রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকার জাতীয় সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গাড়িচালক মীজানুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ আসামি মিজানুর রহমানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাঁকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

নৌবাহিনীর কর্মকর্তার দায়ের করা মামলায় আজ মিজানুর রহমানকে গ্রেফতার দেখানো হয়।

রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে গতকাল রোববার সন্ধ্যার পর মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় জাতীয় সংসদের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর গাড়িটি থেকে কয়েকজন ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন।

এ ঘটনায় সোমবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি থানার একটি মামলা হয়। ওই মামলায় হাজী সেলিমের ছেলেসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *