Main Menu

সিলেট বিভাগীয় গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে তৃতীয়বারের মতো পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। সারা দেশের ন্যায় ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে স্টেডিয়াম সংলগ্ন গ্রন্থাগার ভবনে এসে সেমিনার কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে ও কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রানী দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই হলো আলোকিত মানুষ হওয়ার সোপান। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আলোকিত হতে হবে। বই কখন ঠকায়না। বই হলো জ্ঞানের রাজ্য। এ রাজ্যে প্রবেশ করলে উচ্চ শিখরে উঠাযায়। সুতরাং আমরা সকলেই বই পড়ার অভ্যাস করতে হবে। তাহলেই আমরা অন্ধকার থেকে আলোর পথ খুজে পাবো।
আলোচনা সভায় বিশেষে অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ইফতেখার রহমান, বাংলাদেশ স্কাউটস সিলেট আঞ্চলিক পরিচালক আখতারুজ্জামান, সিলেট জেলা মাধ্যমিক সহকারী পরিদর্শক মহসিনুর রহমান, বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সিলেট সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুহেলী রানী রায়।
উপস্থিত ছিলেন আরজদ আলী স্মৃতি পাঠাগারের নির্বাহী পরিচালক মোহাম্মদ ছাদিকুল আলমসহ বিভিন্ন কলেজ শিক্ষক শিক্ষার্থী, স্কাউটস এর শিক্ষার্থী, অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এইডেড হাইস্কুলেরশিক্ষক শিক্ষার্থী, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক শিক্ষার্থী, ব্র্যাক ও ব্রাম্মমান লাইব্রেরী । অনুষ্ঠানে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে বই পাঠ উৎসবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *