সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ‘নিরাপত্তায়’ সিআরটি

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার ঘটনায় ফুঁসে উঠা জনতার হাত থেকে ফাঁড়ি রক্ষা ও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসএমপি’র বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)’র একদল সদস্য দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) জুম্মার নামাজের পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অদূরস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদ থেকে মুসল্লিরা রায়হান হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিশাল মিছিল নিয়ে বের হন। নগরীর অন্যান্য স্থান থেকেও মিছিল সহকারে প্রতিবাদকারীরা বন্দরমুখি হন। এসময় সকল ধরণের অনাকঙ্খিত পরিস্থিতি এড়াতে ও নিয়ন্ত্রণ করতে ফাঁড়ির সামনে এসএমপি’র বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)’র একদল সদস্যকে সারি বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা আরো বলেন, অনাকাঙ্খিত সব ধরণের পরিস্থিতি এড়াতে কিছু সময়ের জন্য সিআরটি\’র একটি টিম বন্দরবাজার ফাঁড়ির সামনে দায়িত্ব পালন করছেন। তবে পরিস্থিতি শান্ত হলে তারা চলে যাবেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More