আজিজ আহমদ সেলিমের সুস্থতা কামনায় সিলেট প্রেসক্লাবের দোয়া মাহফিল

সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সাধারণ সম্পাদক আজিজ আহমদ সেলিমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মসজিদে সিলেট প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোনাজাত পূর্বে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী আজিজ আহমদ সেলিমের আশু রোগমুক্তি কামনায় সিলেটবাসীর দোয়া কামনা করেন। তিনি বলেন, সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আজিজ আহমদ সেলিমের অবস্থা সংকটাপন্ন। এ অবস্থা থেকে মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের, হুমায়ূন রশিদ চৌধুরী ও মুহাম্মদ আমজাদ হোসাইন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সিসিকের সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা মনাফ খান, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, এম রহমান ফারুক।
Related News

হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতেRead More

সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আর্ত মানবতার বিমূর্তRead More