ধর্ষনকারীদের শাস্তির দাবীতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের মানববন্ধন

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর কেন্দ্রিয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান বলেছেন, ঐতিজ্যবাহী এম,সি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ নামদারী গৃহবধু ধর্ষনকারীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিতে হবে। ছাত্রাবাসের এই দুঃখ্যজনক ঘটনার দায়ভার কলেজ অধ্যক্ষ ও হল তত্তাবধায়ক এড়াতে পারেন না। ছাত্রাবাসের দারোয়ানদের চাকরিতে পুনর্বহালের আহবান জানানো হয়। সিলেটের আইনজিবীদের ভুমিকা সিলেট বাসি আজিবন ভর মনে রাখবে। আইন সৃংখলা বাহিনীর সদস্যদের গুরুত্বপুর্ন ভুমিকার কারনে ধর্ষন কারীরা গ্রেফতার হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সিলেটের মাটি ও মানুষের দাবী আসামীদের আইনের মাধ্যমে কঠোর সাজা দিতে হবে।
গতকাল বেলা ৩ টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার সম্মুখে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর আয়োজনে এম, সি কলেজের ধর্ষন কারীদের সাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচিতে কেন্দ্রিয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন এর পরিচালনায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ট্রাষ্টের কেন্দ্রিয় সদস্য মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন, ট্রাষ্টের মহিলা সম্পাদিকা নুরুন নাহার বেবী, শাহরিয়ার হোসেন খান সাকিব, রত্না বেগম, সালমা আলী, তুহিন আহমদ,রীজবি আহমদ, আবু ইউসুফ মুন্না, অনিল চন্দ্র দেব, তুফায়েল আহমদ, সাগর চৌধুরী,আল আমিন, লিটন দেব সমাজ সেবক লিপু চাকমা এস কে রিজন, মোঃ আঃ মুতালিব ও আব্দুস সামাদ প্রমুখ
Aa
Related News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র্যাব-১ সদরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More