টুকেরবাজারের বড়গাঁও জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী কামাল উদ্দিনের ইন্তেকাল

সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ পাড়া নিবাসী বড়গাঁও জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী বিশিষ্ট মুরব্বী মোঃ কামাল উদ্দিন বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। তিনি স্ত্রী, এক ছেলে, ৫ মেয়েসহ অসংখ আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) বাদ জুমআ বড়গাঁও জামে মসজিদ সংলগ্নে জানাজা শেষে পঞ্চায়িতি কবরস্থানে দাফন করা হয়েছে।
নামাযে জানাজার পূর্বে মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ ও বড়গাঁও জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী মোঃ আব্দুল কাদির। মরহুমের জানাজার ইমামতি করেন সাহেবের গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্বাস উদ্দিন।
জানাজায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি মতিউর রহমান, রশিদিয়া দাখিল মাদ্রসারার সহকারী সুপার মাওলানা ওসমান গণি, সহকারী শিক্ষক গোলজার আহমদ, ৯ গাঁও পঞ্চায়েত কমিটির সেক্রেটারি হাজী আব্দুল হক, কান্দিগাঁও ইউপি সদস্য কাচা মিয়া, সাবেক সদস্য খালেদ আহমদ, টুকেরবাজার ইউপির সাবেক সদস্য ইসলাম উদ্দিন, সাহেবের গাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী সায়েস্তা খান, বিশিষ্ট মুরব্বী আবু তালেব, ইঞ্জিনিয়ার জমসেদ মিয়া, গৌরিপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মতিন, বিশিষ্ট মুরব্বী আব্দুল মছব্বিরসহ হাজারের উপরে মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
Related News

সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More