ট্যুরিজম ডেভেলপার এসোসিয়েশন অব সিলেট’র কমিটি গঠন
সিলেট অঞ্চলের পর্যটন শিল্পকে বিশ্বে তুলের ধরার পাশাপাশি এই শিল্পের উৎকর্ষ সাধনের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নতুন মাত্রার সংগঠন ‘ট্যুরিজম ডেভেলপার এসোসিয়েশন অব সিলেট – টিডাস’।
বুধবার রাতে স্থানীয় এক হোটেলে পর্যটন শিল্পের প্রতিকৃত ডা. জাকারিয়া হোসেনকে সভাপতি করে টিডাস-এর দু’বছরের জন্য প্রথম কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি খন্দকার সিপার আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ, ইকরামুল কবির, আহমেদ নূর, মো. ফকরুজ্জামান ও মোতাহার হোসেন বাবুল। পরিচালক (অপারেশন ও ফাইন্যান্স) জহিরুল কবির চৌধুরী শিরু, পরিচালক (ইন্টারন্যাশনাল এফেয়ার) মো. খতিবুর রহমান, পরিচালক (লিগ্যাল মেটার্স) অ্যাডভোকেট মইন উদ্দিন মঞ্জু, পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) শান্ত দেব এবং পরিচালক (মিডিয়া) শাহ দিদার আলম চৌধুরী নোবেল।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More