করোন মহামারী সামাল দেয়ার পাশাপাশি উন্নয়ন অব্যাহত রয়েছে, মাহমুদ উস সামাদ চৌধুরী

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান করোনা মহামারীর সময়ও দেশের উন্নয়ন থেমে নেই, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মহামারী পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রেখেছেন।
সরকারের মূল লক্ষ উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া। দেশের যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এরই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার প্রচেষ্টায় অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের স্থান সংকোলনের অভাব দূর করতে বিভিন্ন বিদ্যালয়ে নতুন, নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ছেলে, মেয়েদেরকে লেখাপড়ার প্রতি আরো যত্নবান হওয়া। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার প্রতি গুরুত্ব দাওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৫ সেপ্টেম্বর শনিবার সকালে বালাগঞ্জ উপজেলার পুর্বগৌরীপুর ইউনিয়নের চকদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, পুর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সৈয়দ শাহিন আহমদ, দুলাল আহমদ চৌধুরী, মুকিদ আহমদ চৌধুরী, মস্তাক আহমদ, পুতুল মিয়া মেম্বার, আজমল বেগ, আব্দুস সালাম, মাহবুব আলী মেম্বার, মুহিবুর রহমান, খলকু মিয়া মেম্বার, জমসেদ আলী, রুহুল আমিন, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, গিয়াস উদ্দিন, জায়েদ আহমদ, শাহরিয়ার হোসেন চৌধুরী, আতাউর রহমান, সাইস্থা মিয়া প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বেতরী খালে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More