সিলেটের দাড়িয়াপাড়ায় সিগারেট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেট নগরীর দাড়িয়াপাড়ার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে সিগারেটের আগুন থেকে এ বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
সিলেট ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা যীশু তালাকদার জানান, দাঁড়িয়াপাড়ার মেঘনা বি/২১ নম্বর নুরন্নেছা ভবনে রাত ৮টার দিকে আগুন লাগে। বাসার মালিক মোঃ গৌসুল আলম। বাসাটি ভাড়া নিয়েছে নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সেখানে রেস্টুরেন্টের কর্মচারীরা থাকেন।
যীশু তালাকদার বলেন, প্রাথমমিকভাবে জানা গেছে- সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই কর্মকর্তা আরও জানান, রাত ৮টা ১০ মিনিটে আমরা খবর পাই। খবর পেয়েই ফায়ারসার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছেন আগুন নেভাতে চেষ্টা চালান। পরে তাদের সঙ্গে আরও দুইটি টিম যোগ দেয়।
শেষ পর্যন্ত ফায়ারসার্ভিস কর্মীরা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানা গেছে।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More