সিলেট অঞ্চলের ৬টি উন্নয়ন প্রকল্পের মেয়াদ বেড়েছে আরোও ১ বছর

সিলেট অঞ্চলের ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পগুলো ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পগুলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বাস্তবায় করা হচ্ছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলেও ব্যয় বৃদ্ধি করা হয়নি।
অবশ্য শুধু সিলেটের এই ৬ প্রকল্পই নয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সারা দেশে ৭১টি প্রকল্পের মেয়াদ কোনো ব্যয় বৃদ্ধি ছাড়াই বর্ধিত করেছে মন্ত্রণালয়।
সিলেট অঞ্চলের যেসব প্রকল্পের মেয়াদ বেড়েছে, সেগুলো হলো- সিলেট জোনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, সিলেট জোনের জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন, সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়াররাবাজার সড়কের ছাতকে সুরমা নদীর উপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ, সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি মহাসড়কের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ এবং পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়কে ক্ষতিগ্রস্ত সাতটি সেতু নির্মাণ।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More