সিলেটে র্যাবের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে র্যাবের পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিমানবন্দর ও জালালাবাদ থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। শুক্রবার (২১ আগস্ট) সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) র্যাব-৯ এর একটি দল বিমানব্দর থানাধীন বাইপাস এলাকা থেকে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিউলি আক্তারকে (২২) গ্রেফতার করেছে। শিউলি গোয়াইনঘাট থানাধীন বিত্তরগুল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে জালালাবাদ থানায় শিউলিকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে।
এছাড়া র্যাবের অপর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জালালাবাদ থানাধীন টুকেরবাজার থেকে ৫৬২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজু আহমেদকে (২৪) গ্রেফতার করেছে। রাজু জালালাবাদ থানাধীন পূর্ব লুহারমল গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে জালালাবাদ থানায় রাজুকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে।
Related News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র্যাব-১ সদরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More