সিলেটে বিমানের টিকেট সঙ্কট : অফিসের সামনে বিক্ষোভ ও অবরোধ

সিলেট বিমান অফিসে গিয়ে বাংলাদেশে বিমানের টিকেট সঙ্কটের কারণে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনেই বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাদের অবরোধ তুলে দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় হাজার দুবাই প্রবাসী অফিসের সামনে বিক্ষোভ করছেন।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা ফ্লাইট খোলার পর থেকে টিকেট বুকিং দিতে সিলেট মজুমদারিস্থ বিমান অফিসে ভিড় জমাতে থাকেন। আজও সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় হাজার প্রবাসী টিকেট কনফার্ম করতে বিমান অফিসে যান। কিন্তু আগামী ৩০ তারিখ পর্যন্ত দুবাইগামী বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। এ খবর পেয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং সকাল সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন।
ঘণ্টাখানেক পর এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ এসে অবরোধ তুলে দিলেও তারা বিমান অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
এ বিষয়ে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশে বিমানের টিকেট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই কোনো আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখেছি, যখনই টিকেট অ্যাভেলেবল হবে তখনই তাদেরকে মেসেজ দেয়া হবে।
Related News

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More