কোম্পানীগঞ্জের বর্ণিতে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার
কোম্পানীগঞ্জে মঙ্গলবার রাতে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার হয়েছে। তারা হচ্ছে- উপজেলার বর্ণি কান্দিবাড়ির গ্রামের মৃত মক্রম আলীর পুত্র ইসলাম উদ্দিন, মৃত ইয়াছিন আলীর পুত্র রফিক, শওকত আলী ওরফে সফাত আলি এর পুত্র হুঁশিয়ার আলী মৃত একরাম আলীর পুত্র ইব্রাহিম আলী। আটক আসামিদের নিকট হতে একটি দেশীয় তৈরি রিভলবার, এক রাউন্ড গুলি ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সজল কুমার কানুর তত্ত্বাবধানে এস আই মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা একত্রিত হয়ে যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিন/চার জন আসামি পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ খায়রুল বাশার বাদী হয়ে একটি ডাকাতি মামলা রুজু করেছেন।
প্রসঙ্গত, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় প্রায়শ ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে পত্র-পত্রিকায় কয়েক দফা রিপোর্টও প্রকাশিত হয়েছে।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

