করোনায় আক্রান্ত ডা. জাহিদুলের পুরো পরিবার

স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তার করোনা পজিটিভ ধরা পড়ে। একইসঙ্গে তার বাবা, মা, স্ত্রী ও পুত্র করোনায় আক্রান্ত হয়েছেন।
জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার তার বাবার করোনা শনাক্ত হয়। এরপর বাবাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করেন। শনিবার থেকে তিনিসহ আমার পরিবারের সদস্যদেরও উপসর্গ দেখা দেয়। রবিবার নমুনা পরীক্ষা করিয়ে আমাদের করোনা শনাক্ত হয়।
তিনি বলেন, আমি এখন বাবাকে নিয়ে শামসুদ্দিন হাসপাতালেই রয়েছি। পরিবারের আক্রান্ত অন্য সদস্যরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। নিজেসহ পরিবারের অসুস্থ সকলের জন্য দোয়া চেয়েছেন ডা. জাহিদুল ইসলাম।
Related News

৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিকRead More

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More