হাউজিং এস্টেট এসোসিয়েশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করার শপথ গ্রহণের মধ্য দিয়ে হাউজিং এস্টেট এসোসিয়েশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) হাউজিং এস্টেট এসোসিয়েশন কার্যালয়ের সামনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমাদের অস্তিত্বের স্বার্থেই বৃক্ষরোপন করতে হবে। একইসাথে রোপনকৃত বৃক্ষকে পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠতে সহায়তা করতে হবে। তাহলেই বৃক্ষরোপন কার্যক্রম সফল হবে।
হাউজিং এস্টেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সহ সভাপতি আবদুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী, মাসুদ আহমদ চৌধুরী, মাওলানা জাকারিয়া আহমদ, এডভোকেট মাসুক আহমদ, এনামুল কুদ্দুস চৌধুরী, রুহুল কুদ্দুস মাসুম, সাম্মাক রেজা চৌধুরী, শাহিদুল আমিন শাকিল, আবদুল মান্নান, মুর্শেদ আহমদ চৌধুরী, আবিদ আহমদ রফি, নূরে আলম নওশাদ, এহসানুল মজিদ সানি, ওমর মাহবুব, দিলাল আহমদ, মুনতাছির ইবনে মামুন প্রমূখ।
Related News

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More