আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

সিলেট নগরীর আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী সকাল ১০ টায় কলেজ মাঠে অধ্যক্ষ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক মো: জমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্ভনিং বডির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সিল টিভির প্রধান নির্বাহী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, গর্ভনিং বডির সদস্য ফজলুর রহমান, কফিল উদ্দিন বাবলু, নাজমিন খান।
বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জহুরা বেগম, অধ্যাপক এমএ জামান, অধ্যাপক শামসুন্নাহার, অধ্যাপক তামান্না রহমান, সিনিয়র শিক্ষক মো: আবুল কালাম প্রমুখ। এদিকে, বিদ্যালয় ও কলেজে মুক্তিযোদ্ধা কর্ণার ও সিসি টিভির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে বই উৎসব ও ইংরেজী নববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More