শাবিপ্রবির ল্যাবে আরোও ৩৩ জনের করোনা শনাক্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে করোনায় আক্রান্ত আরো ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) নমুনা পরীক্ষায় তাদেরকে চিহ্নিত করা হয়। শনাক্ত কৃতরা সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা।
জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শাবির ল্যাবে ২১৫টি নমুনা গ্রহণ করে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এদের মধ্যে সিলেটের ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৯ জন।
উল্লেখ্য সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩৪৫ জন রোগী রয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১২৬০ জন, মৌলভীবাজারে ৮১৭ জন ও হবিগঞ্জ জেলায় ১০১৭ জন রোগী আছেন।
Related News
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েল ফেয়ার কাউন্সিল ইন ইউকে’র জিএসসি নারী ক্ষমতায়ন প্রকল্প ট্রেনিং সেন্টারের উদ্বোধন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারRead More
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More