শাবিপ্রবির ল্যাবে আরোও ৩৩ জনের করোনা শনাক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে করোনায় আক্রান্ত আরো ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) নমুনা পরীক্ষায় তাদেরকে চিহ্নিত করা হয়। শনাক্ত কৃতরা সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা।
জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শাবির ল্যাবে ২১৫টি নমুনা গ্রহণ করে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এদের মধ্যে সিলেটের ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৯ জন।
উল্লেখ্য সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩৪৫ জন রোগী রয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১২৬০ জন, মৌলভীবাজারে ৮১৭ জন ও হবিগঞ্জ জেলায় ১০১৭ জন রোগী আছেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More