গোলাপগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক ১ জন

সিলেটের গোলাপগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আবজাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার পুরকায়স্থবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হোসেন উপজেলার লক্ষানবন্দ ইউপির করগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ২১ হাজার পিস নাসির বিড়িসহ তাকে উক্ত এলাকা থেকে আটক করে। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।
Related News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র্যাব-১ সদরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More