Main Menu

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। নারী শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নারী শিক্ষার গুণগত মান উন্নতির লক্ষ্যে শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে লেখাপড়ার আহ্বান জানান।
তিনি গতকাল ১৯ জানুয়ারি সোমবার সকালে সিলেট মহানগরীর শামিমাবাদস্থ কলেজ মিলনায়তনে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগ আয়োজিত দিনব্যাপী বার্ষিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর ফারজানা সিদ্দিকা।
স্বাগত বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (চলতি দায়িত্ব) মোঃ আলমগীর হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি কলেজ সিলেটের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিন, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজির উদ্দিন। সেমিনারে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকতা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান।
কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (চলতি দায়িত্ব) মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা এর বিশেষজ্ঞ, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর কুদরত-ই-হুদা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোঃ মাসুদ পারভেজ।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *