সিলেটে দোকান-কোটা খোলা নিয়ে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা
সিলেট শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ লোডশেডিং হ্রাস, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকাসক্তি নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়, সিলেট শহরের নির্দিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী বন্ধ রাখতে হবে এবং এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তার মধ্যে, হোটেল-রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ ২৪ ঘণ্টা খোলা থাকবে।
অন্যদিকে, মিষ্টির দোকান, শাক-সবজি ও মাছের বাজার খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহ খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত এবং অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।
এই আদেশে আরও উল্লেখ করা হয়, এ নির্দেশনা সরকারি আদেশ হিসেবে গণ্য হবে এবং তা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে একইদিন সোমবার (২২ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময়সূচি ঘোষণা করা হয়। এসএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়- খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
অন্যদিকে, অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপগুলোর জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেটে দোকান-কোটা খোলা নিয়ে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা
সিলেট শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ লোডশেডিং হ্রাস, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকাসক্তিRead More
গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এইRead More

