রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩৩০তম সাপ্তাহিক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মুরাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় ক্লাবের দুইটি প্রজেক্ট বাস্তবায়ন করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব প্রেসিডেন্ট। প্রজেক্টে গুলো হলো, ২টি বৃক্ষরোপন কর্মসুচী ও ২টি ছাগল বিতরণ কর্মসুচী বাস্তবায়ন হয়।
আগামীতেও এরকম আরো সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট করার জন্য আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারী মোঃ ওলিউর রহমান, ইলেক্ট প্রেসিডেন্ট মোঃ আজাদ উদ্দিন,আই পি পি নুরুল ইসলাম রুপন,চার্টার্ড প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, পিপি মোঃ রাহিম ইসলাম মিছলু,পিপি মোঃ মাহবুব ইকবাল মুন্না,পিপি মোঃ মকসুদুর রহমান চৌধুরী,পিপি মোঃ এনামুল কবির, পিপি আমিরুল ইসলাম, পিপি মওদুদ আহমদ, বুলেটিন এডিটর মাজহারুল ইসলাম সাদী, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর তোফায়েল আহমদ, ইয়ুথ সার্ভিস ডিরেক্টর এম রহমান ফারুক, সার্ছেন্ট এট আর্মস কুতুব উদ্দিন,সদস্য মোঃ জাকির আহমদ গেষ্ট আফজাল হোসেন মিনার প্রমুখ।
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩৩০তম সাপ্তাহিক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীরRead More
ষোড়শ কেমুসাস সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত: বায়ান্ন’র ভাষা আন্দোলন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকেই সূচিত হয়
বাংলা সাহিত্যের শক্তিমান কবি, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, বায়ান্ন’র ভাষা আন্দোলনRead More

