“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “সিলেটে ব্যাপকভাবে শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হয়। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা হবে। তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
তিনি আরও বলেন, “হযরত শাহজালাল (রহ.)–এর পবিত্র ভূমি সিলেট থেকে অনলাইন গেমিং, জুয়া ও মাদক সংস্কৃতি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। উন্নয়ন ও নৈতিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই হবে আমাদের অঙ্গীকার।”
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শেখপাড়া পাড়া নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রাণবন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট আলী হায়দার ফারুক এবং সঞ্চালনা করেন মোদন মোহন কলেজ ছাত্রদলের সহসভাপতি তারেক আজিজ মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শহীদ আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদ্বীপ জ্যোতি এষ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী শাহজাহান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এহতেশামুল হক সবুজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উসমান হারুন পনির, মহানগর বিএনপির সদস্য ও ৩৮ নং ওয়ার্ডের সদস্য সচিব রিয়াজ আহমদ সুমন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এনামুল হোসেন এনাম, সহসাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলী ও আব্দুল আহাদ রানা, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মুরাদ হোসেন, আব্দুর রউফ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন, নাগরিক কমিটির আহ্বায়ক ফজল আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন ও মানুষের কল্যাণে খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনামূলক ভূমিকা ইতিমধ্যেই জনমানসে আশার সঞ্চার করেছে। তারা বলেন, যোগ্য নেতৃত্বই পারে সিলেটকে শিল্পায়ন, কর্মসংস্থান ও সুশাসনের পথে এগিয়ে নিতে।
Related News
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেনRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

