আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্তত ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো।
সেই পরিচিত ব্যাটিং ধ্বসে আরো একবার বাংলাদেশ পরাজয় বরণ করতে বাধ্য হয়। মাত্র ৬৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে গতকাল আবু ধাবীর জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংস ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। জবাবে আফগানিস্তান ৪৭.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। প্রথম ওয়ানডেতে জয়ী হয়ে আফগানিস্তান তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
টি২০ সিরিজে বাংলাদেশ ৩-০’তে জয়ী হবার পর ওয়ানডেতেও জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশা করেছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘প্রথম ১৫ ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। এই উইকেটে ব্যাটিং করাটা কঠিন। আরো অন্তত ৪০ রান করা জরুরী ছিল। আমি বলতে চাইছি ২৬০’র বেশী রান করতে পারলে সেটা অবশ্যই ভাল হতো। কারন আমাদের বোলিং বিভাগ শক্তিশালী। সমস্যা হয়েছে শেষের দিকে বড় পার্টনারশীপ করতে না পারা।’
ওয়ানডে অভিষেকে সাইফ হাসানের কাছ থেকে আরো ভাল পারফরমেন্স আশা করা হয়েছিল। বিশেষ করে টি২০ ফর্মেটে তিনি বাংলাদেশের ব্যাটিংয়ে আস্থা অর্জন করেছিলেন। কিন্তু মাত্র ২৬ রানে আউট হয়ে সাইফ নিজেকে এগিয়ে নিতে পারেননি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও মাত্র ১০ রানে ও নাজমুল হোসেন শান্ত ২ রানে আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৩।
চতুর্থ উইকেটে মিরাজ ও তাওহিদ হৃদয় মিলে ১০১ রানের জুটি গড়ে তুলেন। এই জুটি বাংলাদেশকে বড় রানের স্বপ্ন দেখায়। কিন্তু হাফ সেঞ্চুরি উপহার দিয়ে দুজনেই দ্রুত সাজঘরের পথ ধরলে বাংলাদেশের ইনিংসে ধ্বস নামে।
মিরাজ বলেন, ‘উইকেটে কিছুটা টার্ন ছিল। আমরা ঐ সময়টা বেশ সমস্যায় পড়েছিলাম। চাপের মধ্যেও ঠান্ডা মাথার ইনিংস খেলেছে তাওহিদ হৃদয়। পরিস্থিতি সামলে পজিটিভি ক্রিকেট খেলেছে। আমাদের সমস্যা হচ্ছে শেষ দিকে ভালো জুটি গড়তে পারিনি।’
সিরিজে ফেরা নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের হাতে এখনও সুযোগ আছে। দুই ম্যাচ বাকি আছে। সুযোগ আছে আরও ভালো করার। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব।
আমি আত্মবিশ্বাসী ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’
Related News

আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More