সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ পালন : মৎস্য চাষ দেশের চাহিদা পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে, দেবজিৎ সিংহ

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেছেন, পোশাকশিল্পের পর দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য চাষের সঙ্গে যুক্ত। মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ উদ্যোক্তা আজ স্বাবলম্বী হয়েছেন। একই সঙ্গে মৎস্য চাষ দেশের চাহিদা পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে। সিলেটে বিভিন্ন প্রকল্পের আওতায় ৭টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে বলেও জানান তারা।’
সোমবার (১৮ আগস্ট) সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অঅধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপিত্বে ও সিলেট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসরুপা তাছলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মৎস্য পরিচালক মো. আসাদুল বাকী, পুলিশ সুপার মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার উজ- জামান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভি.পি মাহবুবুল হক চৌধুরী, গোয়াইনঘাট উপজেলার পিয়াইন এগ্রোফার্ম এন্ড প্রোডাক্ট, মৎস্য চাষী এম এ রহিম, সিলেট সদর উপজেলার নারী উদ্যোক্তা নুসরাত হাসিনা, মৎস্যজীবী নাজির আহমদ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মৎস্য অধিদপ্তরের সুলায়মান কবির, গীতা পাঠ করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্ত শংকর রায়।
আলোচনা সভার পূর্বে নগরীর ক্বীন ব্রীজ এলাকায় সুরমা নদীতে পোনামাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ। পরে সেখান থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সাম্প্রতিক বন্যায় সিলেটের মৎস্য খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, ‘খামারিদের ক্ষতির তুলনায় সরকারের প্রণোদনা যথেষ্ট ছিল না। এতে অনেক চাষি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই সরকারের উচিত ক্ষতিগ্রস্ত চাষিদের পর্যাপ্ত সহায়তা দেওয়া। বিজ্ঞপ্তি
Related News

মরহুম জিল্লুল হক স্মারক গ্রন্থ শূণ্যতায় শোকাশ্রুর মোড়ক উন্মোচন
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন,Read More

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বৃহস্পতিবার
রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানRead More