বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক পরিষদ সিলেট বিভাগিয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আউটসোর্সিং কর্মীদের স্থায়ীকরণ ও শ্রম সংস্কার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক পরিষদ সিলেট বিভাগিয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সিলেট প্রেসক্লাব আমিনুর রশিদ চৌধুরীর মিলনায়তনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক পরিষদ সিলেট বিভাগিয় আহবায়ক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি এম এস হাসানের সভাপতিত্বে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় কয়েকটি দাবি উত্থাপন করা হয়। বাংলাদেশের সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পভিত্তিক নিয়োজিত কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঠিকাদার প্রথা বাতিল চান তারা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্ব— স্ব প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার আউটসোর্সিং কর্মচারী কোনো স্থায়ী নিশ্চয়তা ছাড়াই কাজ করে আসছেন। তাদের চাকরি পরিচালনায় ঠিকাদার প্রথা একটি অমানবিক ও শোষণমূলক ব্যবস্থা হিসেবে কাজ করছে। এই প্রথা অবিলম্বে বাতিল করে প্রত্যেক কর্মীকে স্ব— স্ব প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেয়ার দাবি জানানো হয়।
এছাড়াও, বক্তারা বিনা অপরাধে চাকরিচ্যুত হওয়া কর্মীদের অবিলম্বে পুনঃবহাল এবং তাদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের জোর দাবি জানান। শ্রমসংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আউটসোর্সিং কর্মীদের জীবন—জীবিকার স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন এবং সম্মিলিতভাবে দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনে আরও ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন।
এদিকে আগামী ৩১ জুলাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির উদ্যোগ সারাদেশের সকল প্রতিষ্ঠান প্রতিনিধির নিয়ে ঢাকা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করার ঘোষনা দেওয়া হয়।
সেখানে শ্রমসংস্কার প্রধান সুলতান উদ্দিনসহ আরও শ্রমিক নেতৃবৃন্দ উপসস্থিত থাকবেন।
মতবিনিময় সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি গোলাম মোস্তফা, সিলেট বিভাগীয় যুগ্ম আহবায়ক ওয়াসিম হোসেন, ওসমানী মেডিকেল কলেজ শাখার সহ সভাপতি জীবন আহমদ সফর, সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সহ—সভাপতি আব্দুস শহীদ, সহ সেক্রেটারি সুজন আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, অর্থ সম্পাদক সাদিক মিয়া, দপ্তর সম্পাদক আলমাস মিয়া, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক রুনু বেগম, ওসমানী মেডিকেল কলেজ শাখার মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া বেগম, সহ অর্থ সম্পাদক জসিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজন আহমদ, মহিলা সম্পাদক শিল্পী বেগম, সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রইস আহমদ, সুমাইয়া বেগম, মিতু আক্তার, সাইফুল ইসলাম, শফিক আহমদ, আলীম উদ্দিন, আল অমিন প্রমুখ।
Related News

৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিকRead More

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More