বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র চলছে : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি ষড়যন্ত্রকারী মহল ষড়যন্ত্র শুরু করেছে। তিনি শনিবার (১২ জুলাই) জালালাবাদ থানা বিএনপি’র প্রবীণ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, অতীতেও আন্তর্জাতিক ও দেশীয় কুচক্রী মহল দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এখন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
খন্দকার মুক্তাদির বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি মেজর জিয়া। তা ছাড়া বিশ্বের দরবারে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির হিসেবে পরিচিত ছিলেন। মেজর জিয়াউর রহমান একজন সৎ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও জনগণের অন্তরে জাতীয় বীর হিসেবে জায়গা করে নেন। তিনি নীতি ও উদারপন্থি রাজনৈতিক দর্শন ছিলেন। তিনি ছিলেন দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ এবং দেশের সব চেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন প্রতিটি মুহুর্ত উৎসর্গ করেছেন দেশ ও জাতির কল্যাণের জন্য।
তিনি আরোও বলেন, সেই ধারাবাহিকতায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রত্যেক সংকটময় মুহুর্তে সাহসী ভূমিকা রেখেছেন। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে যে অবদান রেখেন তা অবিস্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরর্ণ করতে একটি সমৃদ্ধশীল দেশ গড়তে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ’র পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী।
বক্তব্যে রাখেন প্রবীণ মুরব্বী আতাউর রহমান মল্লিক, আনোয়ার হোসেন জিতু মিয়া, বাদশা মিয়া, কবির উদ্দিন আহমদ, সাহবুদ্দিন, জিয়াউল হক, নুরুল হক, চঞ্চল মিয়া, হুমায়ুন আহমদ, ওয়ারিস উদ্দিন, নান্নু আহমদ, বাবুল আহমদ, দেওয়ান সিরাজ, ইমরান আহমদ, তাহির উদ্দিন, আমজাদ আলী, সুরুজ মিয়া, করিম উল্লাহ, আব্দুস সালাম, এনাম আহমদ, মাসুক মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী, সদস্য সচিব শোয়েব আহমদ, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, সদস্য সচিব সারোয়ার রেজা, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ, মোগলবাজার থানা বিএনপির আহবায়ক আব্দুল হাসনাত, শাহখরুম ডিগ্রী কলেজের অধ্যক্ষ কমর উদ্দিন, প্রফেসর আব্দুর রশিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, এডভোকেট আলী হায়দার ফারুক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর মিয়া, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ৩৭নং বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী শাহজাহান, সদস্য সচিব রিয়াজ উদ্দিন সুমন, ৩৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব ফখর উদ্দিন, আজিজ খান সজিব, উসমান হারুন পনির, হাফিজুর রহমান, রাসেল আহমদ, এনামুল হোসেন, আব্দুল রহমান, ফজল আহমদ, অলিউর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি
Related News

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট বিভাগী ক্রীড়া সংস্থার আহবায়ক ড. মো: এনামুলRead More