সিলেটে পরিবহন শ্রমিক ধর্মঘট স্থগিত

সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া, পরিবহন শ্রমিকদের হয়রানী বন্ধ করাসহ ৬ দফা দাবীতে মঙ্গলবার (৮ জুরাই) ভোর থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বলেন, পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেটের সাবেক জনপ্রতিনিধিবৃন্দ ও প্রশাসনের আশাসের প্রেক্ষিতে শ্রমিক কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে। বিকেল ৩টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। এরপর পরবর্তী কর্মসূচীর ব্যাপারে অবহিত করা হবে।
এর আগে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনে দ্বিধাবিভক্তির মধ্যেই মঙ্গলবার ভোর থেকে সিলেটে শুরু হয় পরিবহন ধর্মঘট। এসময় নগরজুড়ে ছোট ছোট যানবাহন চলাচল করলেও ছেড়ে যায়নি দুরপাল্লার বাস।
নগরী ও বিভিন্ন এলাকায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক থাকলেও মূল কিছু পয়েন্টে শ্রমিকদের মারমূখী আচরণের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। ধর্মঘটের আওতামুক্ত থাকলেও পরীক্ষার্থীদের বহনকারী গাড়ী আটকে চালককে নাজেহালের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে চালক, পরীক্ষার্থী ও যাত্রীদের সাথে কথা বলে এসব জানা গেছে। নগরীর মদিনা মার্কেট, বন্দরবাজার, আম্বরখানা, জিন্দাবাজার, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকায় ছোট ছোট যান চলাচল করতে দেখা গেছে।
তবে নগরীর কদমতলী টার্মিনাল, কুমারগাও বাস স্ট্যান্ড ও টিলাগড় এলাকায় ধর্মঘট আহ্বানকারী শ্রমিকদের মারমুখী আচরণ করতে দেখা গেছে। তারা জোর করে যাত্রীদের গাড়ী থেকে নামিয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠে। পরীক্ষার্থীদের কেন্দ্রে দিয়ে আসার পথে পরিবহন শ্রমিক নেতাদের তোপের মুখে পড়তে হচ্ছে চালকদের। তাদের কাছ থেকে চাবি কেড়ে নেয়ার অভিযোগও উঠছে।
এদিকে এমন পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের সাথে বৈঠকের ঘোষণা দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। এই বৈঠক বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হবে।
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More