রোটারি ইন্টারন্যাশনাল সিলেট ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫-২৬ অনুষ্ঠিত
সিলেট রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫—২৬ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সিলেটের একটি অভিজাত হোটেলে জোন ১— সিলেট রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও প্রেসিডেন্ট কলার হ্যান্ডোভার এবং সেক্রেটারিদের চার্টার হ্যান্ডোভার ২০২৫—২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান এডভোকেট সালে আহমেদ ও গীতা পাঠ করেন হিমাংশু ভট্টাচার্য। সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান আজাদ শিপন।
কলার হ্যান্ড ওভার প্রোগ্রামের ইভেন চেয়ার রোটারিয়ান হাসান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের কল টু অর্ডার করেন।
কলার হ্যান্ডওভার প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কোডিনেটর ডি৬৫ এর পি ডি জি এম আতাউর রহমান পীর।
চিফ এডভাইজার পি ডি জি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, কোঅর্ডিনেটর এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান, ফাইন্যান্স মোঃ কবির উদ্দিন, পাবলিক ইমেজ ফাহিম আহমেদ চৌধুরী, মেম্বারশিপ আসাদুজ্জামান সায়েম, ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট প্রফেসর ডক্টর তোফায়েল, স্পেশাল এইড জাকির আহমেদ চৌধুরী প্রমুখসহ রোটারি ডি৬৫ এর অসংখ্য রোটারি অফিসার, পিপি,আইপিপি, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সেক্রেটারি সহ অসংখ্য রোটারিয়ান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পযার্য়েয়ে ডিনার পার্টির আয়োজন করা হয় তারই সাথে ছিল এক জমকলো সাংস্কৃতিক অনুষ্ঠান আইডিয়াল ইমনসহ অন্যান্য সঙ্গীত শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন।
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩৩০তম সাপ্তাহিক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীরRead More
ষোড়শ কেমুসাস সাহিত্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত: বায়ান্ন’র ভাষা আন্দোলন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকেই সূচিত হয়
বাংলা সাহিত্যের শক্তিমান কবি, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, বায়ান্ন’র ভাষা আন্দোলনRead More

