Main Menu

টাইগারদের বোলিং দাপটে ২৪৪ রানেই শেষ শ্রীলঙ্কা

শুরুর ধাক্কা সামলে মধ্যমানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৪৯.২ ওভারে স্বাগতিকেরা অলআউট হয় ২৪৪ রানে। এই পুঁজি পেতে পথ দেখান চারিথ আসালাঙ্কা। সেঞ্চুরি তুলে নেন লঙ্কান অধিনায়ক।

বুধবার কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে বল হাতে দারুণ শুরু পায় বাংলাদেশ।

উদ্বোধনী জুটি ভাঙতে সময় নেয়নি সফরকারীরা। চতুর্থ ওভারেই এসেছে উদযাপনের উপলক্ষ। উইকেট এনে দেন তানজিম সাকিব। চতুর্থ ওভারেই ফেরান দারুণ ছন্দে থাকা পাথুম নিশানকাকে।

টেস্ট সিরিজে জোড়া সেঞ্চুরি করা এই ব্যাটারকে রানের খাতাই খুলতে দেননি সাকিব, ৮ বল খেলে ০ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন নিশানকা।

এর আগে চোট কাটিয়ে দলে ফিরে দারুণ শুরু করেন তাসকিন আহমেদ। শুরু থেকেই চেপে ধরেন স্বাগতিকদের। প্রথম ওভার দেন মেইডেন। আর ৪.৩ ওভারে পেয়ে যান উইকেটে দেখাও।

নিশান মাদুষ্কাকে সরাসরি বোল্ড করে দেন তাসকিন। ১৩ বলে ৬ রানে আউট হন মাদুষ্কা। ১১ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কুশল মেন্ডিস পরের ওভারে পাল্টা আক্রমণের চেষ্টা করেন, নেন ১৪ রান।

তবে এক ওভার পর তাসকিন আবারো চেপে ধরেন, ৪ বল খেলা কামিন্দু মেন্ডিসকে ০ রানেই মেহেদী মিরাজের ক্যাচে পরিণত করেন। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৯ রান।

এরপর কুশল মেন্ডিস চতুর্থ উইকেট জুটিতে আসালাঙ্কাকে নিয়ে যোগ করেন আরো ৬০ রান। রান করছিলেন দ্রুত গতিতে। তবে থামতে হয় ৪০ বলে ৪৩ রানে। তাকে ফেরান অভিষিক্ত তানভীর ইসলাম।

৯৭ রানে ৪ উইকেট হারানোর পর ১৫৩ রানে ৫ম উইকেট হারায় লঙ্কানরা। এবার উইকেট পান নাজমুল হোসেন শান্ত। যা আন্তর্জাতিক ওয়ানডেতে তার দ্বিতীয় উইকেট। ফেরান ৪০ বলে ২৯ করা জানিথ লিয়ানগেকে।

এর মাঝেই অবশ্য ফিফটি তুলে নেন আসালাঙ্কা। ৬১ বলে পৌঁছান মাইলফলকে। এরপর মিলন রত্নানায়েকের সাথে মিলে ছুটতে থাকেন শতকের দিকে। ৩৯ রানের জুটি ভাঙেন সাকিব। মিলনকে ফেরান ২২ রানে।

ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে দলকে দুই শ’ রানে পৌঁছান আসালাঙ্কা। গড়ে তুলেন ৩৪ বলে ৩৪ রানের জুটি। তবে ৪৬তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই হাসারাঙ্গাকে ফেরান ২২ রানে। ৪ বল পর তার শিকার থিকসানাও (১)।

৪৯তম ওভারে এসে সেঞ্চুরি তুলে নেন আসালাঙ্কা। ১১৭ বলে ওয়ানডেতে পঞ্চমবারের মতো পৌঁছান তিন অংকের ঘরে। শেষ ওভারের প্রথম নলে তানজিম সাকিবের শিকার হয়ে ফেরেন ১২৩ বলে ১০৬ রান করে।

পরের বলেই ইসহান মালিঙ্গা রান আউট হলে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। শেষ ৩৪ বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি স্বাগতিকেরা। তাসকিন ৪, তানজিম ৩ ও নাজমুল আর তানভীর পেয়েছেন একটি করে উইকেট।

নিজের বোলিং কোটা শেষ করেন মেহেদী মিরাজও। তবে বাংলাদেশ অধিনায়ক ৪৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। এই নিয়ে টানা ৫ ওয়ানডেতে উইকেটশূন্য থাকলেন তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *