সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান জব্দরি করলো বিজিবি
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিশাল চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।সিলেট ট্যুরিস্ট স্পট ভ্রমণ গাইড
শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একাধিক বিওপি দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করে।
অভিযান পরিচালিত হয় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুর সীমান্ত এলাকায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, ক্লপ-জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনকারী নৌকা।
এছাড়া সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে তামাবিল-সিলেট মহাসড়কের ফতেপুর, হরিপুর ও রাধানগর, জাফলং এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি গোডাউনে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী ট্রাকে করে পাচারকালে আটক করা হয়।সিলেট ট্যুরিস্ট স্পট ভ্রমণ গাইড
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আনুমানিক সিজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। এই চোরাচালানবিরোধী অভিযানের বিষয়ে এক প্রেস ব্রিফিং-এ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিস্তারিত তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।
তিনি বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবি সর্বাত্মক অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

