দুই উপদেষ্টার গাড়ি আটকে রেখে বিক্ষোভের ঘটনায় তিনজন গ্রেফতার
			সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) সকালে সিলেট ও জাফলং থেকে তাদের গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন, গোয়াইনঘাট উপজেলার শাহজাহান আহমদ ও ফারুক মিয়া। গ্রেফতাররা এ ঘটনায় দায়ের মামলার এজাহারভুক্ত আসামি।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে রেখে তাদের কাজে বাধাদান করার অভিযোগে রোববার রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ একটি মামলা করেন। এই মামলায় দেলোয়ার ও শাহজাহানকে সিলেট থেকে এবং ফারুক মিয়াকে জাফলং থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মামলার বাদি ও গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, দুই উপদেষ্টার গাড়িহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়াইনঘাট পুলিশ প্রসাশনকে ধন্যবাদ জানিয়ে গোয়াইনঘাট বাজারে মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী।
প্রসঙ্গত, গত শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ওইদিন দুপুরে তারা জাফলং বাজার এলাকায় জড়ো হয়ে উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়লে পরিস্থিতি আরো বিরূপ অবস্থার সৃষ্টি হয়।
এ ঘটনার ভিডিওচিত্রে দেখা যায়, এই বিক্ষোভের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, ইউপি সদস্য মো; কামাল আহমদ, ট্রাক চালক সমিতির সভাপতি ও ইউনিয়ন শ্রমিকলীগ নেতাসহ স্থানীয় কিছু বালু ও পাথর ব্যবসায়ী। এই ঘটনার পর ওই রাতে গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়, আর রোববার আজির উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ প্রদান করে ছাত্রদল।
এদিকে, এ ঘটনায় রোববার রাতে ৯ জনের নাম উল্লেখ করে ও প্রায় ১৫০ জনের নাম অজ্ঞাত রেখে মামলা করে পুলিশ। মামলায় প্রধান আসামি করা হয়েছে গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ খান, দ্বিতীয় আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এ ছাড়া মামলায় আরো সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
	সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি 
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More
	কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব 
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকারRead More

