কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী: জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা,মাওলানা হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছন, জুলাই বিপ্লবের তরুনদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জান এবং মালের কুরবানি করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র গড়ে তুলতে পারলে দেশ একটি উন্নত সমৃদ্বশালী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। মাওলানা হাবিব বলেন, দেশ থেকে দুর্নীতি, ছিন্তাই, টেন্ডারবাজী, চিরতরে দুর করতে হলে আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়।
শুকবার (১৩ জুন) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদের সভাপিত্বে ও সেক্রেটারি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সহকারি বায়তুল মাল সম্পাদক মাওলানা সামসুদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামান, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আল ইমরান, সহকারি সেক্রেটারি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সহকারি সেক্রেটারি আমিনুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শিব্বির আহমদ, শিবির দক্ষিণ শাখার সভাপতি লাহিন আহমদ, জালালাবাদ ইউনিয়ন আমীর মাওলানা ইস্কন্দর আলী, মোগলগাঁও ইউনিয়ন আমীর মাওলানা আলা উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সালুটিকর ডিগ্রি কলেজের প্রভাষক মো. খলিল আহমদ, ইতালী প্রবাসী হাফিজ মাওলানা মিজানুল হক, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মো. ফয়জুল হক, নায়েবে আমীর মখলিছুর রহমান ইমরান, মাওলানা এখলাছুর রহমান প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাম্মাদ ছাফওয়ান।
Related News

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More