মে দিবসে সিলেট জেলা শ্রমিকদলের র্যালি ও সমাবেশ
মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার উদ্যোগে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) দুপুরে নগরীর কুমারপাড়া থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সিলেট জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম এর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল নেতা লিটন চৌধুরী, আব্দুল লতিফ, নিজাম আহমদ, সুহেল আহমদ, ময়নুল ইসলাম চৌধুরী অপু, মো. জুমায়েল ইসলাম জুমেল প্রমুখ।
সমাবেশে শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আহবায়ক হাজী সুরমান আলীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌর সভা, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ব্যানার সহকারে মে দিবসের র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে শ্রমজীবী ও মেহনতি মানুষেরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। শ্রমিকদের নাম ব্যবহার করে আওয়ামী লীগের দূসররা চাঁদাবাজি, লুটপাত ও নৈরাজ্য করেছে। স্বৈরাচার সরকারের পতনের পর শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারছেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবিতেও শ্রমিকদের অধিকার আদায়ের কথা রয়েছে। তিনি শ্রমিকদের নায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

