রোটারি ক্লাব সিলেট পাইয়নিয়ারের ঈদ পুনর্মিলন এবং রিপসা টিম ফেলোশিপ ভিজিট অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার-এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও RIPSA টিম ফেলোশিপ ভিজিট মিটিং এক জমজমাট পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট শহরের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মিলনমেলায় রোটারিয়ানদের আন্তরিক অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫-এর ডেপুটি কো-অর্ডিনেটর (মেম্বার রিটেনশন) পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর (অ্যাডমিন) সি পি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, অর্থ বিষয়ক ডেপুটি কো-অর্ডিনেটর কবির আহমদ এবং কো-অর্ডিনেটর পি পি রোটারিয়ান রায়হান উদ্দিন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রুপান-এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের করেন পি পি রোটারিয়ান মওদুদ আহমদ। জাতীয় সংগীত পরিবেশন করেন পি পি রোটারিয়ান এনামুল কবির এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু, আই পি পি রোটারিয়ান মাকছুদুর রহমান চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল হাফিজ চৌধুরী, রোটারিয়ান সালেহ আহমদ, সেক্রেটারি রোটারিয়ান আজাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান শেখ জাবেদ আহমদ, ট্রেজারার রোটারিয়ান ওলিউর রহমান মাসুম, বুলেটিন অডিটর এমএইচআর রুমেল চৌধুরী, রোটারিয়ান সাংবাদিক এম রহমান ফারুক, ডিরেক্টর রোটারিয়ান মাজহারুল ইসলাম সাদি, সার্জেন্ট-অ্যাট-আর্মস কবির আহমদ এবং ক্লাব মেম্বার রোটারিয়ান গুলাম কিবরিয়া নাইম ও রোটারিয়ান জহির রায়হান, আব্দুল হাকিম প্রমুখ।
এই অনুষ্ঠান রোটারিয়ানদের মধ্যে বন্ধন দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতের কার্যক্রমকে আরও গতিশীল করার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত হয়।
Related News
ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস -লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস। ভ্রমণ সাহিত্যRead More
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More

