রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার দরিদ্র ব্যাক্তিকে ৪০ ব্যাগ সিমেন্ট প্রদান করলো

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার— এর ২০২৪—২৫ সালের “হোম ফর হোমলেস” প্রজেক্টের অংশ হিসেবে একজন দরিদ্র ব্যাক্তিকে ঘর নির্মাণের জন্য ৪০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর দাসপাড়ার, চকগ্রাম এলাকায় হতদরিদ্র একটি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রূপন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক ৩২৮২ এর পিডিজি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পাইওনিয়ারের চার্টাড প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম, চার্টাট সেক্রেটারী রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু, সেক্রেটারী রোটারিয়ান আজাদ উদ্দিন, পিপি রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, পিপি রোটারিয়ান এনামুল কবির, পিপি মওদুদ আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, আন্তর্জাতিক ডিরেক্টর রোটারিয়ান তোফায়েল আহমদ, বুলেটিং এডিটর রোটারিয়ান এম এইচ আর রুমেল আহমদ চৌধুরী, রোটারিয়ান শাহাব উদ্দিন শিহাব, রোটারিয়ান গোলাম কিবরিয়া নাঈম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পিডিজি শহিদ আহমদ চৌধুরী বলেন রোটারি ক্লাব ও রোটারিয়ানদের মুল উদ্দেশ্য দেশ তথা সাড়া বিশ্বের মধ্যে আর্থমানবতার জন্য কাজ করা। এরই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার যেসব কাজ করে যাচ্ছে তার জন্য তারা প্রশংসার দাবিদার। তারা একটি দরিদ্র পরিবারের গৃহ নির্মাণে জন্য সিমেন্ট প্রদান করছে এটা খুবই মহৎ কাজ।
পিডিজি শহিদ আহমদ চৌধুরী বলেন আমার হাত ধরে এই ক্লাবটি চার্টাট পেয়েছিল, আজ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বিভিন্ন কার্যক্রম দেখে নিজের এই চার্টাট দেয়াকে সার্থক মনে করছি। তিনি ক্লাবের যেকোন প্রয়োজনে সবসময় সহযোগীতা হাত প্রসারিত করবেন এই আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More