Main Menu

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের যোগদান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রেজিস্টার দপ্তরের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শাহজালাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ধারা ১৩ (১) ও ১৪ (১) অনুযায়ী যথাক্রমে অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিমকে উপ-উপাচার্য এবং অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন। নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ যোগদান শেষে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উন্নতি সাধনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, নতুন বাংলাদেশের সরকার কর্তৃক নিযুক্ত হয়ে অদ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করলাম। প্রানের এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে সর্বোচ্চ ভুমিকা রাখবো। একই সাথে জুলাই বিপ্লবে নিহতদের জন্য মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *