শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত যুবকের মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা্র দিকে ওই যুবক মারা যান। তিনি কিডনী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আর.এম.ও ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
জানা যায়, মৃত যুবকের নাম আব্দুল হান্নান (৩২)। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
মৃত যুবক আব্দুল হান্নান সাথে থাকা তার ভাতিজা আব্দুর রাজ্জাকও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
গত ১১ মে তাকে সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনি ডায়ালাইসিস করানোর সময় তার করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ১৬ মে তিনি ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। ১০ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
এদিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ জানিয়েছেন, উপজেলার বাসিন্দা ভাইরাসে আক্রান্ত যুবকের লাশ নিয়মানুযায়ী দাফন করা হবে।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More