জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সিলেট জেলা দপ্তরের মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সিলেট জেলা দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাগরদিঘির পারস্থ মৎস্য ভবন মিলনায়তনে মৎস্য বিভাগ, মৎস্যজীবী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজ রাজ বর্মনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক আল মিনান নূর, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা পুলিশ পরিদর্শক (ডিএসবি) মো. মইনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, মো. সোলাইমান কবির, ফেরদৌসি বেগম প্রমূখ।
সপ্তাহ ব্যাপি কর্মসূচির মধ্যে প্রথম দিন মতবিনিময় সভা ও মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা, দ্বিতীয় দিন ৩১ জুলাই সকাল ১০ টায় নগরীতে বর্ণাঢ্য র্যালি সুরমা নদীর চাঁদনী ঘাটে পোনামাছ অবমুক্ত করণ পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা, ১২ টায় স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী ব্যক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, বিকেল ৩ টায় সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর বাজারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, তৃতীয় দিন সকাল ১১ টায় হাটখোলা ইউনিয়নের ঝৈনকারকান্দি গ্রামে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে জেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মত বিনিময়, চতুর্থ দিন সকাল ১১ টায় কান্দিগাঁও ইউনিয়নের মীরেরগাঁও গ্রামে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর জলাশয়ে পানির ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, বিকেল ৩ টায় সিলেট যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা সেমিনার ও মতবিনিময়, পঞ্চম দিন – সকাল ১১ টায় উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর জলাশয়ের পানির ভৌত রসায়নিক গুনাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, বিকাল ৩ টায় মৎস্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা, ষষ্ঠ দিন সুফলভোগীদের মৎস্য চাষ ও মৎস্য আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, সপ্তম দিন সকাল ১১ টায় মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত ব্যাপি কর্মসূচির পরিসমাপ্তি হবে।
Related News
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More