লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ফ্রি চক্ষু শিবির ও সেলাই মেশিন বিতরণ

অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প ও দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
গতকাল শনিবার সকালে নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স হাসপাতাল প্রাঙ্গণে দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও বাগবাড়িস্থ লয়ান্স চুক্ষ হাসপাতালে দিনব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার সভাপতি ও সেক্রেটারী লায়ন সানজিদা খানমের পরিচালনায় পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন শরীফ আলী খান এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহানা রহমান এমজেএফ, প্রথমবার জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, কেবিনেট সেক্রেটারি মীর সফিকুল আলম কনক, কেবিনেট ট্রেজারার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, লায়ন ইউসুফ সোহেল, লায়ন আশিকুল আলম চৌধুরী, লায়ন ফিরোজ আহমেদ, লায়ন মাসুদ রানা, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন আছমা কামরান, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বিলকিস নূর, লায়ন হেলেন আহমেদ, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাজেদা পারভীন, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর লায়ন খায়রুন্নেছা শেলী’র সৌজন্যে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন মাহমুদা সুলতানার সৌজ্যেনে দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম শুরু হয়েছে। সেবা গ্রহণ করে বঞ্চিত জনগোষ্ঠী উপকৃত হবেন। বিজ্ঞপ্তি
Related News

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More

সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন
সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতাRead More