ভুটানকে হারিয়ে যা বললেন বাংলাদেশ কোচ
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা দুই ম্যাচ জয় পেয়ে বাংলাদেশ। তবে জয়ের পরও দর্শকদের মন সেভাবে ভরাতে পারছে না দল। এজন্য জিতেও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ পল স্মলি।
শুক্রবার (৭ অক্টোবর) ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে এসেছে একটি করে গোল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে পল স্মলি বলেছেন, ‘আমরা দুই ম্যাচ জিতলেও যেভাবে জিতেছি তাতে দর্শকদের আনন্দ দিতে পারিনি। এতে আমরা দুঃখিত। ইয়েমেনের বিপক্ষে আশা করি প্রত্যাশিত কিছু করতে পারবো।’
আজ ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছিলেন স্মলি। পায়ে হালকা ব্যথা পাওয়ায় এ ম্যাচে ছিলেন না ফরোয়ার্ড মিরাজুল ইসলামও। এর কারণ ব্যাখ্যায় স্মলি বলেছেন, ‘ভুটানের বিপক্ষে আমরা শতভাগ দিতে পারিনি। এটা একটা প্রক্রিয়া, দলের সবাই এখনও উন্নতি করছে। ম্যাচে আমরা কিছু পরিবর্তন এনেছি, যাতে অন্যরাও ম্যাচ টাইম পায়। আমরা যুব ফুটবলারদের উন্নয়নে বিশ্বাস করি, সেকারণেই পরিবর্তনের সিদ্ধান্ত নেই।’
তিনি বলেন, ‘ম্যাচ জিতলেও কিছুটা হতাশা আছে। আজ ক্লিনশিট রেখেছি। অনেক সুযোগ তৈরি করেও দুটির বেশি গোল করতে পারিনি। আশা করি সামনের ম্যাচে আরও ভালো করতে পারবো।’
রবিবার ইয়েমেনের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াই। স্মলির সতর্কতার সুরে বলেছেন, ‘ইয়েমেন ভালো দল। তারা যেভাবে গোল করছে, তাতে তাদের সম্মান দেখানো উচিত। তারা শারীরিকভাবে অনেক এগিয়ে এবং টেকনিক্যালি তাদের খেলোয়াড়রা অনেক ভালো। ইয়েমেনের বিপক্ষে খেলতে পারলে দারুন অভিজ্ঞতা হবে বাংলাদেশের খেলোয়াড়দের। ইয়েমেনের বিপক্ষে রোমাঞ্চকর সুযোগ অপেক্ষা করছে।’
Related News
দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের
ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায়Read More
বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!
আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকেRead More