দক্ষিণ সুরমায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান, এপিবিএন-৭।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি)’র নির্দেশনায় দক্ষিণ সুরমা থানার রশিদপুর এলাকায় অবৈধ মাদক দ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনা করে এপিবিএন-৭ এর একটি চৌকস দল। অভিযানে আব্দুল আহাদ (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
আটক আব্দুল আহাদ সিলেটের বিশ্বনাথ থানার রজবপুর গ্রামের মৃত ইসরাইল আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজু আহাম্মদ (অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স উইং)। তিনি জানান, ধৃত আসামি আব্দুল আহাদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরা কারবারি দলের সμিয় সদস্য। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত মাদক ও ধৃত আসামিকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন।
Related News
জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গেদন মেম্বার গ্রেফতার
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড এর বর্তমানRead More
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More

