মৌলভীবাজারে চা বাগানের টিলা ধসে চার নারী শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের একটি টিলা ধসে মাটিচাপায় ৪ নারীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চা শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।
কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চার জন চা শ্রমিক মারা গেছেন।
এদিকে এই ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
Related News
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে ২ হাজার কেজি ইলিশ রপ্তানি
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে দুই হাজার কেজি ইলিশ রপ্তানি করাRead More
১৭০ টাকা মজুরি মেনেই কাল থেকে কাজে ফিরছেন চা শ্রমিকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন চা-বাগানRead More