ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত বিভাগীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ১১ টায় নগরীর র্প্বূ শাহী ঈদগাস্থ ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মাদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সৈয়দ ফখরুল ইসলাম।
এদিকে ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্দেশনের সাবেক পরিচালক মোঃ ফরিদ উদ্দিন।
সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মাদ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবে সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, সুনামগঞ্জের উপ- পরিচালক মোশাররফ হোসেন, হবিগঞ্জ এর উপ- পরিচালক মনিরুজ্জামান, মৌলভীবাজার উপ- পরিচালক আনোয়ারুল কাদির, প্রফেসর জাকারিয়া আহমদ।
বক্তব্য রাখেন হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মজিদ পিরিজপুরী, মৌলভীবাজার ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মুহিত উদ্দিন, সুনামগঞ্জ জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ ইদ্রিস আহমদ, জালালাবাদ ইমাম সমিতির পক্ষে মাওলানা হোসাইন আহমদ, টিভিগেট দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ কুতবুল আলম প্রমুখ।
Related News
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেনRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

