সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন’র আলোচনা সভা
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন সিলেট আয়োজিত বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের ছাড়পত্র প্রদানে বিলম্ব ও হয়রানী বন্ধের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) বিকেল ৩টায় এসোসিয়েশনের নগরীর শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন এর সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, কোষাধ্যক্ষ ফয়েজ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক রিয়াসাদ আজিম আদনান, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সদস্য সুব্রত ধর বাপ্পি, মো. হুরায়রা ইফতার হোসেন, ফখরুল ইসলাম, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, রাহুল আহমদ, তাজুল ইসলাম, আবুল কালাম।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি গুরুত্বসহকারে নিষ্পত্তির জন্য আশ্বস্ত করেন। সভায় সরকারের নিয়মনীতি মেনে চলার সম্মতি প্রকাশ করেন সিএনজি কনভার্সন ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে বার্ষিক পর্যালোচনা সভা
কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় প্রতিষ্ঠিতRead More
করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র- আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে
সিলেটের বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ঈদ উৎসব র্যাফেল ড্র-২০২৪ আগামীRead More