ওসমানীতে হবিগঞ্জে আরও দুইজন করোনায় আক্রান্ত
হবিগঞ্জের আরও ২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় এদের শরীরে করোনা সনাক্ত হয়।
২ জন করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেসুর রহমান বলেন, আক্রান্ত ২ জন লাখাই ও আজমিরিগঞ্জ উপজেলার।
এনিয়ে সিলেট বিভাগে মোট ২০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলেন। এদের মধ্যে হবিগঞ্জেরই ১৩ জন। সোমবার একদিনেই হবিগঞ্জে ১০ জন রোগী সনাক্ত হন। এছাড়া সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন রোগী সনাক্ত হয়েছেন।
Related News
ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস -লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস। ভ্রমণ সাহিত্যRead More
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More

